Pages

Thursday, May 16, 2013

Use your Pendrive as RAM ( পেনড্রাইভ কে র‌্যাম হিসাবে ব্যবহার করুন)

আপনার কম্পিউটারের র‌্যাম কি কম? প্রয়োজনের সময় র‌্যামের গতি পান না? কোন সমস্যাই নেই। আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টম কী windows 7? আপনার কি পেনড্রাইভ আছে? দুটো জিনিসই থাকলে আপনার পেনড্রাইভ কে র‌্যাম হিসাবে ব্যবহার করতে পারেন windows 7 এ। windows 7 এ virtual memory নামে একটি অপশন আছে যার মাধ্যমে আপনি পেনড্রাইভ কে র‌্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন। নিম্নের পদক্ষেপ গুলো গ্রহন করুন -

১. প্রথমে my computer এর আইকনের উপর right button ক্লিক করে properties এ যান।

 











২. তারপর Advanced system settings এ যান।



৩. Advance>performance এ গিয়ে settings এ click করুন। settings এ click করলে নিম্নের window টি আসবে। তারপর এখানে Advanced এ click করুন। click করার পর change এ click করুন।
 

৪.Virtual memory নামে নতুন একটি window আসবে। এখানে গিয়ে আপনি আপনার পেনড্রাইভ টি select করুন।




select করার পরে Custom size নামে radio button টিতে click করুন। 



৫. click করার পরে Initial size ঘরটিতে আপনি RAM হিসাবে পেনড্রাইভের যতটুকু ব্যবহার করবেন ততটুকুই পূরন করবেন। এভাবে Maximum size ঘরটি পূরন করতে হবে। দুটির মান একই হতে হবে।
তারপর set এ click করবেন। set এ click করার পর OK click করবেন। OK click করার পরে আপনার কম্পিউটার টি reboot বা restart নিবে। 

এভাবেই পেনড্রাইভ কে RAM হিসাবে ব্যবহার করা যায়।

সর্তকীকরনঃ পেনড্রাইভ দিয়ে RAM এর কাজ হয়ে গেলে সরাসরি পেনড্রাইভটি খুলে ফেলবেন না। এতে আপনার system টি crash করতে পারে। খুলে ফেলার আগে Initial size ও Maximum size এর মান  0 করে No paging file select করে set করতে হবে।

           ..............ধন্যবাদ...............        

No comments:

Post a Comment