লাইট পেন একটি ইনপুট ডিভাইস। এই ডিভাইস টির এক প্রান্তে লাইট সেন্সর বা ফটোসেল থাকে। অন্য প্রান্ত ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
মনিটরের সামনে ডিভাইসটি নিয়ে আসলে মনিটরের আলো লাইট পেনের ফটোসেলে আঘাত করে। পরে আলোর উপস্থিতির উপর ভিত্তি করে এক ধরনের বিদ্যুতিক সিগনাল সৃষ্টি করে কম্পিউটার সিস্টেমে পাঠায়। ফলে কম্পিউটার মনিটরের সেই বিন্দুর অবস্থান ধরতে বা বুঝতে পারে। লাইট পেন ড্রইং করা, বিভিন্ন ডিজাইন, নকশা করতে ব্যবহার করা হয়। আরো জানতে চাইলে Wikipedia তে যাও। লাইট পেন ব্যবহার করে খুব সহজেই desktop computer কে touch screen এ পরিনত করা যায়। তাই আজকেই নিজের desktop computer কে touch screen এ পরিনত কর।
No comments:
Post a Comment