Pages

Wednesday, May 15, 2013

সর্তক হউন facebook ব্যবহারে

Facebook সামাজিক যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। অনেকে অসৎ লোকেরা Fishing করে আপনার account হ্যাক করতে পারে। প্রতারনা করে একজনের তথ্য চুরি করাকে Fishing বলে। আপনারা অনেক সময় হুবহু কোন web site বা email দেখতে পারবেন যা আপনার সার্ভিস প্রভাইডারের মত। যেমনঃ facebook এর web site এর কথাই ধরুন। বলুন তো কোনটা আসল আর কোনটা ভুয়া এইটা ১. https://www.facebook.com না এটা ২. https://www.facebook.com/index.php?stype=lo&jlou=AfdUPSMLvdbYQuYtiKYKNCKW2O89t-g2ptIbGlms2FTChlKmrEHeQBAieFVkbR74CxO6MsJ2ICHIN2ZoV5JOz6AOkT-zWSLJgqShHs8UAKc_Mg&smuh=2719&lh=Ac835CGJrbO3bz6x । দুটাই কিন্তু log in করার page. দুই নম্বরটি হল ভুয়া মানে আপনার account হ্যাক করার জন্য। তাই ব্রাউজারে আগে site টির নাম লিখে তারপর visit করবেন।

No comments:

Post a Comment