IP Address হল Internet Protocol Address। অর্থ্যাৎ নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটারের একটি identity address আছে। সবার যেমন পরিচিতির জন্য একটি নাম বা অন্য চিহ্ন থাকে তেমনি নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের একটি address থাকে। যার ফলে নেটওয়ার্কভুক্ত অসংখ্য কম্পিউটার হতে একটি নির্দিষ্ট কম্পিউটারকে আলাদা করা যায়। যার জন্য নতুন ও অনভিজ্ঞ হ্যাকাররা সহজে ধরা খায়। IP Address এর দুটি ভার্সন আছে। এগুলো হল - IPV4 ও IPV6। আরো জানতে চাইলে wikipedia তে যাও।
No comments:
Post a Comment