Pages

Thursday, May 16, 2013

Use your Pendrive as RAM ( পেনড্রাইভ কে র‌্যাম হিসাবে ব্যবহার করুন)

আপনার কম্পিউটারের র‌্যাম কি কম? প্রয়োজনের সময় র‌্যামের গতি পান না? কোন সমস্যাই নেই। আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টম কী windows 7? আপনার কি পেনড্রাইভ আছে? দুটো জিনিসই থাকলে আপনার পেনড্রাইভ কে র‌্যাম হিসাবে ব্যবহার করতে পারেন windows 7 এ। windows 7 এ virtual memory নামে একটি অপশন আছে যার মাধ্যমে আপনি পেনড্রাইভ কে র‌্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন। নিম্নের পদক্ষেপ গুলো গ্রহন করুন -

১. প্রথমে my computer এর আইকনের উপর right button ক্লিক করে properties এ যান।

 











২. তারপর Advanced system settings এ যান।



৩. Advance>performance এ গিয়ে settings এ click করুন। settings এ click করলে নিম্নের window টি আসবে। তারপর এখানে Advanced এ click করুন। click করার পর change এ click করুন।
 

৪.Virtual memory নামে নতুন একটি window আসবে। এখানে গিয়ে আপনি আপনার পেনড্রাইভ টি select করুন।




select করার পরে Custom size নামে radio button টিতে click করুন। 



৫. click করার পরে Initial size ঘরটিতে আপনি RAM হিসাবে পেনড্রাইভের যতটুকু ব্যবহার করবেন ততটুকুই পূরন করবেন। এভাবে Maximum size ঘরটি পূরন করতে হবে। দুটির মান একই হতে হবে।
তারপর set এ click করবেন। set এ click করার পর OK click করবেন। OK click করার পরে আপনার কম্পিউটার টি reboot বা restart নিবে। 

এভাবেই পেনড্রাইভ কে RAM হিসাবে ব্যবহার করা যায়।

সর্তকীকরনঃ পেনড্রাইভ দিয়ে RAM এর কাজ হয়ে গেলে সরাসরি পেনড্রাইভটি খুলে ফেলবেন না। এতে আপনার system টি crash করতে পারে। খুলে ফেলার আগে Initial size ও Maximum size এর মান  0 করে No paging file select করে set করতে হবে।

           ..............ধন্যবাদ...............        

Light Pen (লাইট পেন)

লাইট পেন একটি ইনপুট ডিভাইস। এই ডিভাইস টির এক প্রান্তে লাইট সেন্সর বা ফটোসেল থাকে। অন্য প্রান্ত ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত থাকে।



মনিটরের সামনে ডিভাইসটি নিয়ে আসলে মনিটরের আলো লাইট পেনের ফটোসেলে আঘাত করে। পরে আলোর উপস্থিতির উপর ভিত্তি করে এক ধরনের বিদ্যুতিক সিগনাল সৃষ্টি করে কম্পিউটার সিস্টেমে পাঠায়। ফলে কম্পিউটার মনিটরের সেই বিন্দুর অবস্থান ধরতে বা বুঝতে পারে। লাইট পেন ড্রইং করা, বিভিন্ন ডিজাইন, নকশা করতে ব্যবহার করা হয়। আরো জানতে চাইলে Wikipedia তে যাও। লাইট পেন ব্যবহার করে খুব সহজেই desktop computer কে touch screen এ পরিনত করা যায়। তাই আজকেই নিজের desktop computer কে touch screen এ পরিনত কর।









Wednesday, May 15, 2013

সর্তক হউন facebook ব্যবহারে

Facebook সামাজিক যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। অনেকে অসৎ লোকেরা Fishing করে আপনার account হ্যাক করতে পারে। প্রতারনা করে একজনের তথ্য চুরি করাকে Fishing বলে। আপনারা অনেক সময় হুবহু কোন web site বা email দেখতে পারবেন যা আপনার সার্ভিস প্রভাইডারের মত। যেমনঃ facebook এর web site এর কথাই ধরুন। বলুন তো কোনটা আসল আর কোনটা ভুয়া এইটা ১. https://www.facebook.com না এটা ২. https://www.facebook.com/index.php?stype=lo&jlou=AfdUPSMLvdbYQuYtiKYKNCKW2O89t-g2ptIbGlms2FTChlKmrEHeQBAieFVkbR74CxO6MsJ2ICHIN2ZoV5JOz6AOkT-zWSLJgqShHs8UAKc_Mg&smuh=2719&lh=Ac835CGJrbO3bz6x । দুটাই কিন্তু log in করার page. দুই নম্বরটি হল ভুয়া মানে আপনার account হ্যাক করার জন্য। তাই ব্রাউজারে আগে site টির নাম লিখে তারপর visit করবেন।

Tuesday, May 14, 2013

YouTube tricks

বাংলাদেশে youtube বন্ধ। YouTube এ প্রবেশ করা যায় না। YouTube এর মতো এত বিশাল video এর ভান্ডার যদি বন্ধ হয়ে যায় তাহলে খুব চিন্তার বিষয়। কিন্তু একটু চালাকি করলেই YouTube এ প্রবেশ করা যায়। www.youtube.com না লিখে লেখুন https://youtube.com । কি দেখলেন? যাওয়া যায়?

Essential Application Programme

                           Recuva


কম্পিউটার হতে কোন file delete হয়ে গিয়েছে? পুনরায় file টি পেতে চান? recuva এমন একটি software যার মাধ্যমে আপনি delete হওয়া file পুনরায় recover করতে পারেন। অনেক recover software আছে কিন্তু এগুলো কিনে নিতে হয়। recuva ও কিনতে হয়। কিন্তু এর একটি free version আছে। ডাউনলোড করুন এখান থেকে।

Saturday, May 11, 2013

IP Address

IP Address হল Internet Protocol Address। অর্থ্যাৎ নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটারের একটি identity address আছে। সবার যেমন পরিচিতির জন্য একটি নাম বা অন্য চিহ্ন থাকে তেমনি নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের একটি address থাকে। যার ফলে নেটওয়ার্কভুক্ত অসংখ্য কম্পিউটার হতে একটি নির্দিষ্ট কম্পিউটারকে আলাদা করা যায়। যার জন্য নতুন ও অনভিজ্ঞ হ্যাকাররা সহজে ধরা খায়। IP Address এর দুটি ভার্সন আছে। এগুলো হল - IPV4 ও IPV6। আরো জানতে চাইলে wikipedia তে যাও।

How Computer Works

We know computer is an intelligent machine. But it understands only 0 and 1. These are binary number.

So we can say computer is a donkey. Actually we command computer and it follow us according to our command. But the main thing is computer works without any weariness and it works accurately.